বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

শহরের রাজনগরে আস-সালাম আইডিয়াল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদরের রাজনগরে আস-সালাম আইডিয়াল মাদ্রাসা (এইম) এর আয়োজনে শিক্ষার মান উন্নোয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) এইম ক্যাম্পাসে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে অভিভাবকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র মোঃ শরিফুল ইসলাম, ইংরেজিতে অনুবাদ করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল কাদির ও বাংলায় অনুবাদ করে ৫ম শ্রেণির ছাত্র মঈনুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীরা আরবি, বাংলা, ইংরেজি বক্তৃতাসহ প্রাণবন্তকর নানাবিধ উপস্থাপনায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ তারেক হাসান মাদানী। তিনি তার বক্তব্যে অভিভাবকদের লক্ষ্য করে বলেন, অভিভাবক ও শিক্ষকের উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধন ও তাদের স্বপ্ন পূরণে সঠিক দিক নির্দেশনা প্রদান। তাই তিনি অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ মন খুলে প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানান। তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন, শিক্ষক আবু সাঈদ, মোহাম্মদ সাজিদুল আলম ও জাহাঙ্গীর আলম হাসান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, হাফেজ আশরাফুল ইসলাম ও হাফেজ মাহমূদুল হাসান জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বাছির বিন আলম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এম এ খালেক, দিলারা ইয়াছমিন, শাহাবাজ হোসেন, কাউছার ভূইয়া প্রমুখ। উল্লেখ্য, অত্র মাদ্রাসায় হিফজ ও প্রি-হিফজ বিভাগ এবং ইবতেদায়ী ও মাধ্যমিক বিভাগ রয়েছে যেখানে শিক্ষার্থীরা তিন ভাষায় (আরবি, বাংলা, ইংরেজি) দক্ষ হয়ে গড়ে উঠে। পরিশেষে অত্র অনুষ্ঠানের পরিচালনা পর্ষদের সেক্রেটারী তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষান মান আরো তরান্বিত, সমৃদ্ধ করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষের দোয়া পাঠের মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com