নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার আক্রমপুর লোকনাথ আশ্রম, সদর ইউনিয়নের আদিত্যপুর লোকনাথ মন্দরে ও করগাও ইউনিয়নের বড় শাখোয়া বৈলাকীপুর সতীর্থ লোকনাথ সংঘ, সোজাপুর লােকনাথ সংঘ, মুক্তাহার লোকনাথ সংঘ, জয়নগর লোকনাথ সংঘের উদ্যোগে বিভন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পরমপুরুষ লোকনাথ ব্রম্মচারী বাবার পাদুকা উৎসব অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, গীতা পাঠ, অধিবাসকৃত্য ও মঙ্গলঘট স্থাপন,
বিস্তারিত