স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিব এর পুত্র শরীফ আহমেদ সিদ্দিক জুনেদের মাদক মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন তার জামিন নামঞ্জুর করেন। হবিগঞ্জ ডিবি পুলিশ ৩ সপ্তাহ পূর্বে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জুনেদকে। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, জুনেদ এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।