সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বাসদের সম্মেলনে কমরেড খালেকুজ্জামান ॥ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি হবিগঞ্জ-১ আসনে শাহ মোজ্জামেল নান্টু’কে মনোনয়ন দেয়ার দাবীতে বিএনপির শোডাউন ॥ পথসভা লস্করপুরে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল হবিগঞ্জের এসপি সাজেদুর বদলী নতুন এসপি গৌতম বিশ্বাস শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী সুনামগঞ্জে মাধবপুরের ২ জনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী সমাবেশ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকদের মারধোর ॥ আহত ৮

নবীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ॥ মা-মেয়ে, ছেলেসহ গ্রেফতার ৫ পুলিশ এসল্ট মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মোবাইল চোর ধরতে ও চোরাইকৃত মোবাইল উদ্ধার করতে পুলিশের বিশেষ অভিযান চলাকালে দারোগাসহ পুলিশ সদস্যকে মারপিট এবং চুরির মামলার দুই আসামী ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় দঃবিঃ ১৮৬০ সনের পেনাল কোড আইনের ১৪৩/১৪৪/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩৪ ধারায় মামলা নং-০৬, তারিখ ০৮-১০-২০২৫ইং দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মামুন মিয়া (২৮), তার মা- শাহেনা বেগম (৫৪), বোন মেঘনা আক্তার (১৯) ও জুবেদ মিয়া (২২) নামে ৪ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। চোর চক্রের হামলায় পুলিশ সদস্যরা আহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কনস্টেবল ইমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এসআই মেহেদী, এসআই মাইনুল ও এএসআই মোশাররফসহ ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি শহর ও আশপাশ এলাকায় মোবাইল চুরিসহ মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পাওয়ায় ওসি শেখ কামরুজ্জামান এর দিক নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাত ১১ টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এসআই মাইনুল, এএসআই মোশাররফ এর নেতৃত্বে একদল পুলিশ প্রথমে শহরের আনমনু এলাকা থেকে সোহেল নামে মোবাইল চুরির মামলার এক আসামীকে গ্রেপ্তার করে। পরে রাত সাড়ে ১১ টার দিতে ধৃত সোহেলের স্বীকারোক্তি মতে শহরের রুদ্রগ্রাম সড়কস্থ ক্রাইমজোন হিসেবে খ্যাত এবং শহরের সবচেয়ে আলোচিত মৃত আব্দুল হেকিমের বাসা’র সামনে থেকে রিমন মিয়া ও বাবুল মিয়া নামের দু’চোরকে আটক করেন। এ সময় রিমন মিয়ার ভাই মামুন, মা শাহেনা বেগম, বোন মেঘনা আক্তারসহ ৫০/৬০ জনের একটি চক্র পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ধৃত চোর বাবুল ও রিমনকে ছিনিয়ে নেয়। পুলিশ বাধাঁ দিলে তাদের উপর ধারালো অস্ত্রসহ লাটিসোটা নিয়ে হামলা চালায়। এতে এসআই মেহেদী, এসআই মাইনুলসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ শেখ কামরুজ্জামানের নেতৃত্বে অপর একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত পুলিশদের উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মামুন মিয়া, তার মা- শাহেনা বেগম, বোন মেঘনা আক্তার ও সুহেলপুর গ্রামের জুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে আহত পুলিশ সদস্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত কনস্টেবল ইমরানকে সিলেট পাঠানো হয় এবং বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমানের নির্দেশনায় বাহুবলের সার্কেল এসপি নবীগঞ্জ থানায় এসে আহতদের খোজঁখবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের স্ত্রী শাহেনা বেগম ছেলে-মেয়েদের নিয়ে রুদ্রগ্রাম রোডস্থ এক বাসায় বসবাস করে আসছেন। তাদের বিরুদ্ধে চুরি, মাদকসহ নানা ধরণের অসামাজিক কার্যকলাপের ব্যাপক অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তাদের দাপটে মুখ খোলতে সাহস পায় না। উক্ত বাসা যেন অপরাধীদের স্বর্গরাজ্য। গভীর রাত পর্যন্ত বিভিন্ন চোর ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। স্থানীয় লোকজন তাদের আচার-আচরণে অতিষ্ট।
এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার এমএ এন সাজেদুর রহমান বলেন, এ ঘটনাটি খুবই দুঃখজনক। একটি মোবাইল চোর ধরতে গিয়ে ৬জন পুলিশ আহত। উক্ত হামলা কোন পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। ঐ এলাকায় গ্রেফতার অভিযান আরও জোরদার করা হবে। এই বিষয়ে নবীগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। মুল হামলাকারীসহ তার সহযোগিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com