শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

পুলিশে চাকুরি দেয়ার নামে টাকা দাবি ॥ মাধবপুরে আসল পুলিশের হাতে নকল পুলিশ গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৪১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নকল পুলিশকে গ্রেফতার করেছে আসল পুলিশ। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পুলিশে চাকুরী দেয়ার নাম করে ১১ লাখ দাবী করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই নকল পুলিশ হচ্ছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের মুকিম উদ্দিন লস্করের ছেলে মঈন উদ্দিন লস্কর (৩০)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৯) চলমান পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থী। গতকাল সোমবার সকালে মঈন উদ্দিন লস্কর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি হাবিলদার পরিচয় দিয়ে দেলোয়ারকে চাকুরি দেওয়ার কথা বলে তার বাড়িতে এসে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে দাম-দর করে ১১ লাখ টাকায় নির্ধারণ করা হয়। দেলোয়ারকে পুলিশ কনস্টেবলের চাকুরি দেবেন বলে এর আগে খরচ বাবদ মঈন উদ্দিন আরো ৩ হাজার টাকা নেন। দেলোয়ারের বাবা নিম্বর আলী বিষয়টি সন্দেহজনক মনে করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন পিপিএমকে খবর দেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মঈন উদ্দিনকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসেন। পরে প্রতারক মঈন উদ্দিন ঘটনার দায় স্বীকার করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার আরো জানান, পুলিশের নিয়োগ নিয়ে একদল প্রতারক চক্রের সৃষ্টি হয়েছে। আমরা এ রকম প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com