সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় ॥ নবীগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমান শেফু ও আব্দুল আলীম ইয়াছিনী বহিষ্কার বিপুল সম্পদের মালিক হবিগঞ্জ মাতৃমঙ্গলের আয়া চন্দনা সরকার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত বড় লোকদের জন্য কত সহজ আইন ! শহরে বিদ্যুতের ভেলকিবাজি ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুত শহরের যানজট নিরসন ও অটোরিক্সাগুলোকে শৃংখলার মধ্যে আনতে কাজ করছে পৌরসভা শহরের বেবিষ্ট্যান্ড থেকে দুই ছিনতাইকারী আটক চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে হামলায় নারীসহ আহত ৫ নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস

নবীগঞ্জ মুকিমপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক প্রতিযোগিতা সনদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৯২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুহতারাম সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, রাসূল (সা:) এর আদর্শের অনুসরণ ও অনুকরণ ব্যতিত সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, তিনি বলেন, জাতির ক্রান্তি লগ্নে মেধাবীদের হাল ধরতে হবে, মেধাবীরা দেশ ও জাতির কর্নধার, মেধাবীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার মুকিমপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসা কর্তৃক আয়োজিত মাদরাসা কনফারেন্স হলে সকাল ১১ টায় বার্ষিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ক্বিরাত, হামদ, নাত ইসলামী গজল এবং সনদ প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও ছাত্র সংসদের জি,এস খাইরুল ইসলামের পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসা সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুদ্দিন। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মোঃ দিলকাছ মিয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুকিমপুর ফাযিল ডিগ্রি মাদরাসা সংসদের সভাপতি মাওঃ মীর মোঃ জসিম উদ্দিন যুক্তিবাদী, মাদরাসার আরবী প্রভাষক মাও. শফিকুল ইসলাম, মাও. তরাজুল ইসলাম, মাও. আব্দুল কুদ্দুছ চৌধুরী, বাংলা প্রভাষক বেলাল আহমদ, ইংরেজী প্রভাষক শামসুদ্দিন, বি.এস.সি শাহাদত হোসেন, মোঃ নুরুজ্জামান, মাদরাসার ছাত্র আক্কাছুর রহমান, জামাল হোসেন। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাও. মাহবুবুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com