বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ কত দূর?

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়ক সংস্কার কাজ কত দুর, তা জানতে চায় ভূক্তভোগী জনগণ। সংস্কার কাজের কোন আলামত দেখতে না পেয়ে আসছে ২৫ মে’র মধ্যে কাজ সম্পন্ন হবে কি-না, এ ব্যাপারে জনগণের মধ্যে সন্দেহের দানা বাধছে। ১৮ কিলোমিটার এ সড়কের সংস্কার উন্নয়ন কাজটি অতিজনগুরুত্ব বিবেচনায় নিয়ে এমপিওভূক্ত করে ৬ মাসের সময় দিয়ে চলতি বছরের ২৫ মে’র মধ্যে সংস্কার উন্নয়ন সমাপ্তির শর্তে গত বছর ২৫ নভেম্বর কার্যাদেশ প্রদান করেন সড়ক ও জনপথ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির। মৌলভীবাজার জেলার কুলাউড়ার স্কুল চৌমুহনীর ঠিকাদার মহিবুর রহমান (কোকিল) ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের এ সড়কের সংস্কার কাজের কার্যাদেশ পান। কিন্তু দীর্ঘ দিনেও কার্যস্থলে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি এবং জনবল নিয়োগের বাস্তব কোন দর্শনীয় আলামত দেখা যায়নি। সড়ক সংস্কারের দাবিতে ডিসেম্বরে কমিউনিস্ট পার্টি ও বাসদ এর মানববন্ধন এবং বিএনপি ও পরিবহন সংস্থার অবরোধের প্রেক্ষিতে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান জানুয়ারীর প্রথম দিকে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে এনে সড়কের বিভিন্ন মজবুতিকরণ অংশে শ্রমিক দিয়ে স্কেরিফাই শুরু করতে বাধ্য করেন। সড়কের মজবুতিকরণের বিভিন্ন অংশে ৪ হাজার ৮ শত ৭০ মিটার এর প্রায় ১ কিলোমিটার খোড়াখুড়ি করে ঠিকাদারের শ্রমিকরা অজ্ঞাত কারনে পালিয়ে যায়। ফলে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে খানাখন্দে পরিণত হয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধের আশংকা রয়েছে। জনগুরুত্বপূর্ণ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়ক সংস্কার উন্নয়নের কাজটি করানোর জন্য এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান সংশ্লিষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের, সওজ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ফিরোজ ইকবাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহমেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর মাধ্যমে প্রতিনিয়ত তাগিদ দিয়েও সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যস্থলে আনতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট ঠিকাদারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েও কাজ শুরু করাতে পারেননি। ফলে চুক্তি অনুযায়ী কাজকরণের সাড়ে ৩ মাস অতিবাহিত হয়েছে। রয়েছে আর মাত্র আড়াই মাস। বৃষ্টি বাদল সমাগত। আর এতে করে শংকায় রয়েছেন জনগণ। হবিগঞ্জ বানিয়াচং সড়ক উন্নয়ন সংস্কার বিষয়ে পূর্বাপর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এ বিষয়ে চেয়ারম্যান মমিন জানান, ১০ মার্চ মঙ্গলবার সাড়ে ১১টায় সংশ্লিষ্ট ঠিকাদার মহিবুর রহমান কোকিল (০১৭১১৪৪৯৮৩২) এর সাথে সর্বশেষ কথা বলেন। ঠিকাদার জানায় “৩-৪দিনের মধ্যে কাজ শুরু করব এবং মার্চের মধ্যেই সমাপ্ত করব”। তিনি বলেন, এমপি সহ সংশ্লিষ্ট সকলকেই বিভিন্ন সময়ে “আগামী ৭দিনের মধ্যে কাজ শুরু করব” বলে আশ্বস্থ করেও সাড়ে ৩ মাস অতিবাহিত হয়েছে। চেয়ারম্যান মমিন আরও বলেন, সড়ক যথাসময়ে সংস্কার উন্নয়ন না হওয়ায় বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী চরমভাবে ক্ষুব্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com