স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দুই আ’লীগ নেতাসহ এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। তবে তাদেরকে ছাড়াতে বিভিন্ন নেতাকর্মীরা তদবির করে বলে জানা গেছে। পরে ব্যর্থ হয় তারা। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত সদর থানা ও ডিবি পুলিশ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল আ’লীগ নেতা হোসাইন আহমেদ রেজা ও তোরাব আলী। এ ছাড়াও পরোয়ানাভুক্ত আসামি হলেন, শহরের হরিপুরের মৃত আমির হোসেনের পুত্র আলী হোসেন (৪৫)। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। গতকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।