স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বাংলাদেশের গণতন্ত্র চিরদিনের জন্য গলাটিপে হত্যা করেছিল, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, যারা খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ থেকে আলাদা করতে চেয়েছিল, আমাদেরকে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা না করতে হবে। কারণ বাংলাদেশের কোনো মানুষ তাদের কাছে নিরাপদ নয়। তিনি গতকাল শুক্রবার বিকালে লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন বিএনপির গণদোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জি কে গউছ আরও বলেন- ওসমান হাদি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন সাচ্চা দেশপ্রেমিক। ওসমান হাদি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, যার চিন্তা চেতনায় ছিল ইসলামী মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আদর্শ হিসেবে ধারণ করেছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল আহাদ স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম প্রমুখ।