নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি চৌধুরী বাড়ী নবনির্মিত গেইট ও কুর্শি রাইজিং স্টার ফুটবল ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় কুর্শি চৌধুরী বাড়ীর নবনির্মিত গেইটটি শুভ উদ্বোধন করেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান। পরে বিকাল ৫ টায় কুর্শি চৌধুরী বাড়ীর কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী (রানা), রিপন চৌধুরী ও মোয়াজ্জুম চৌধুরীর সহযোগিতায় কেক কেটে উৎসব মুখর পরিবেশে কুর্শি রাইজিং স্টার ফুটবল ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর রিজভি আহমেদ খালেদ, মহসিন চৌধুরী, সুমন চৌধুরী, কামাল হাছান চৌধুরী, অনিক চৌধুরী, ফাহিম চৌধুরী, সুহেল চৌধুরী, জয়নাল আহমেদ, জামাল আহমেদ, আকাব উদ্দিন, লেবু মিয়া, নাজিম উদ্দিন, সাহান মিয়া, ইসলাম উদ্দিন, মকদ্দৃছ মিয়া, রসিক মিয়া, কাজল মিয়া, ছবি উল্লাহ্, কবির উল্লাহ্, সাতির উল্লাহ, সাইয়েদ ওয়াফি, বাবলা দুলাল খান, হিরু শিকদার প্রমূখ।