শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নবীগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছের মনোনয়নপত্র সংগ্রহ হবিগঞ্জে বিভিন্ন দলের ৪ এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ মাধবপুরে খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ ॥ আহত ২০ লস্করপুরে ডিবির অভিযানে ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পদূষণ ও মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার মাধবপুরে কলেজ শিক্ষার্থীদের জন্য ৪ দিনব্যাপী ফ্রেন্ডশিপ ক্যাম্প শুরু চবি শিক্ষার্থীদের সার্ভেতে সুন্দরবনের বাঘ সংকট, কি বাস্তব নাকি পর্যবেক্ষণগত সীমাবদ্ধতা” মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বণিকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর ভাগবত সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। ।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে যেসব পরিবার ও ব্যক্তিকে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় দেখেছেন, সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করছেন। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামতও প্রকাশ করেন, যা ছিল সম্পূর্ণভাবে নাগরিক অধিকারভিত্তিক ও স্বতঃস্ফূর্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা থাকলেই উন্নয়ন কার্যক্রম টেকসই হয়। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সকল নাগরিককে আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
সভায় সনাতন ধর্মীয় নেতা অরুণ কুমার নাগ বলেন, সায়হাম পরিবার দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তিনি বলেন, অতীতের সেই অভিজ্ঞতা থেকেই অনেকেই ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করছেন। তার বক্তব্যে তিনি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনসহ যে কোনো জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নাগরিকের সাংবিধানিক অধিকার। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নিজেদের মত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com