শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উসমান হাদি হত্যাকাণ্ডে উত্তপ্ত হবিগঞ্জ আ.লীগ অফিসসহ দু’টি অফিসে হামলা ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সমাজসেবক শেখ শামীম আহমদ মাধবপুরে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার নবীগঞ্জের কুর্শি চৌধুরী বাড়ী নবনির্মিত গেইট ও কুর্শি রাইজিং স্টার ফুটবল ক্লাবের উদ্বোধন মোড়াকরি ইউনিয়নে গণদোয়া মাহফিলে জি কে গউছ ॥ যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বাহুবলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে শহীদ ওসমান হাদীর নামে নামকরণের ঘোষণা নবীগঞ্জে আ.লীগ নেতা নজির মিয়া গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হবিগঞ্জ সদর পুলিশের অভিযানে ডেভিলসহ ৩ আসামি আটক

মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আজাদী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মাধবপুর উপজেলা পরিষদ গেট থেকে কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদ ওসমান হাদীর স্মরণে একটি প্রতিকী কফিন মিছিল বের করা হয়। পরে সেটি বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদীর হত্যার ন্যায়বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একজন প্রতিবাদী তরুণকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রশ্নবিদ্ধ করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচির শেষ পর্যায়ে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com