ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর নবীগঞ্জ উপজেলায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল হক সাদিক, পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল আহমদ, কর্মপরিষদ সদস্য কাজী মনিরুজ্জামান ও জিলানী আহমদ, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক এহসানুল হাদী রুম্মান, জাকারিয়া চৌধুরী, ছাত্রনেতা ইসলাম ইফতি ও পারভেজ আহমদ। এ ছাড়া উপজেলা ইসলামী ছাত্র শিবির পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে এ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।