বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ওসমান হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সর্বোস্তরের ছাত্র-জনতার ব্যানারে বাহুবল বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর বাহুবল মাদ্রাসা মসজিদে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ, বজলুর রহমান, সুজন মিয়া, মিনজাব ছাহাম, নবীউর হোসেন, লিটন আহমেদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জুলাই মাসের মতো আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বাহুবলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে “শহীদ ওসমান হাদী স্টেডিয়াম” নামে নামকরণের ঘোষণা দেন তারা।