স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত ১৩৫টি স্ট্রিট লাইটের একযোগে শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ১৩৫টি স্ট্রিট লাইট একযোগে জ্বালিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল হক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা শামীম চৌধুরী, গোলাম রব্বানী, সোহেল আহমদ, রুবেল মিয়া, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক, ওয়াহিদুজ্জামান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোট ১৩৫টি আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৭৮২ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে নবীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এলজিসিআরআরপি ইলেক্ট্রিক্যাল লাইটিং ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রকল্পের অর্থায়নে কাজটি সম্পন্ন করা হয়। প্রকল্পটির পরিকল্পনা প্রণয়ন করেন নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল হক।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন বলেন, মহান বিজয় দিবসের উপহার হিসেবে নবীগঞ্জ পৌরবাসীর জন্য একযোগে এসব স্ট্রিট লাইট উদ্বোধন করা হয়েছে। এর ফলে রাতে সড়কে চলাচল আরও নিরাপদ হবে এবং একই সঙ্গে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতেও নাগরিক সুবিধা উন্নয়নে এ ধরনের প্রকল্প অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।