স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ স্বপন মিয়া (১৮)। সে বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের ছালেক মিয়া ওরপে তাউছ মিয়ার ছেলে। গত ১৭ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ১১টার দিকে মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, মাধবপুর থানাধীন জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর জনৈক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে স্বপন মিয়া প্রায় সময় প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করত। ভিকটিম তার পরিবারের নিকট উক্ত বিষয়ে অবগত করলে ভিকটিমের পরিবারের লোকজন স্বপনের অভিভাবকের নিকট অভিযোগ করলে সে আরো বেপরোয়া হয়ে অনৈতিক প্রস্তাব প্রদানসহ অধিক মাত্রায় উৎপীড়ন শুরু কর। এ কারণে ভিকটিম স্কুল ও প্রাইভেটে যাওয়া বন্ধ করে দেয়। ঘটনার দিন গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ভিকটিমের বোন ও তার ঠাকুরমা তাদের থাকার ঘরে ঘুমিয়ে ছিল। ঐ সময় ভিকটিম অন্য ঘরে কাজ করছিল। এ সুযোগে বিবাদী স্বপন মিয়া ছুরি হাতে অতর্কিতভাবে ভিকটিমের ঘরে ঢুকে তার হাতে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে স্টীলের আলমারীর চাবি নিয়ে আলমারীর ড্রয়ার খুলে ড্রয়ারে থাকা স্বর্নালংকার ও রূপার তৈরি কোমরের বিছাসহ ভিকটিমকে ঘর থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পরিবার ধারনা করেন যে, বিবাদী ভিকটিমকে অজ্ঞাতস্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।