স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের এসিল্যান্ড মোঃ ইসমাঈল রহমান কর্তৃক সেবা প্রত্যাশিদের সাথে অশোভন আচরণে ফুঁসে উঠেছে জনতা। ভূমি দূর্ভোগ কমাতে ও এসিল্যান্ডের অপসারণ দাবিতে জনতার ব্যানারে আজ সোমবার সকাল ১০ টায় বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন বানিয়াচংবাসী। জানা যায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বানিয়াচংয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন মোঃ ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়, সেবা প্রত্যাশিদের সাথে অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণের দায়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি শিরোনাম হন। সম্প্রতি আবারো গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে আসেন। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন বানিয়াচংয়ের ভূক্তভোগী জনসাধারণ। বানিয়াচংয়ে ভূমি সেবায় দূর্ভোগ কমাতে ও ১ নম্বর ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা ওই এসিল্যান্ডের অপসারণের দাবিতে আজ সোমবার সকালে বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার পক্ষে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছেন ভোক্তভোগীদের পক্ষে সৈয়দ ফয়ছল আহমেদ। এসিল্যান্ডের অপসারণের দাবিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা করা হয়েছে। তাছাড়া সমাবেশ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক প্রচারণায় হাজারো মানুষ সম্মতি জানিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে বিরোপ মন্তব্য করার দৃশ্য দেখা গেছে।