মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে হযরত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৭ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষে চলে। ঘটনার পর কাগাপাশা ইউনিয়নের বিট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাকান্দি গ্রামের উসমান মিয়া ও একই গ্রামের হারুন মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে হারুন মিয়ার পক্ষের হযরত আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। নিহতের ভাই মস্ত মিয়া জানান, ঘটনার সূত্রপাত হয় বিকেলে নতুন হাটিতে উসমান মিয়ার চাচা রহিম মিয়া ও হযরত আলীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি আরও জানান, তাদের পক্ষের অন্তত ৩০/৪০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে এসআই রূপক দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাগাপাশা ইউনিয়নের বগী গ্রামে উছমান মিয়াকে তার নানা বাড়ি থেকে আটক করা হয়েছে। এ দিকে এ ঘটনায় বাতাকান্দি গ্রামের উসমান মিয়াকে প্রধান আসামী করে ৫৭ জনের নাম উল্লেখ করে গত ১০ জুন মঙ্গলবার নিহতের ছেলে হোসেন মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অন্য আসামীরা হল- মোঃ রফিক মিয়া, আব্দুর রহিম মিয়া, আব্দুল মতিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ধন মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ ফাইজুল হক, মোঃ লেছু মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ ইমন মিয়া, মোঃ মালেক মিয়া, মোঃ রফিজ মিয়া, মোঃ সাইফুর রহমান,ফারুক মিয়া, মোঃ সিজিল মিয়া, নুরচান মিয়া, মোঃ লালচান মিয়া, মোঃ এমরান মিয়া, মোঃ নয়ন মিয়া, মোঃ হাবিবুর রহমান, ইজাজুল মিয়া, মোঃ জাবেদ মিয়া, মোঃ সাইকুল মিয়া, মোঃ রায়হান মিয়া, মোঃ আলফু মিয়া, মোঃ সাহিদুল ইসলাম, মোঃ মনির মিয়া, মোঃ জিবন মিয়া, মোঃ মিলন মিয়া, আঃ হেকিম, মোঃ মিজান মিয়া, সোহাগ মিয়া, হাদিছ মিয়া, মোঃ তহিদুল ইসলাম, মোঃ ইদু মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবু তাহের, আব্দুর রেজাক, মোঃ লাল মিয়া, মোঃ নানদু মিয়া, মোঃ আমির হোসেন, আবু কালাম, মোঃ রুবেল মিয়া, মোঃ মাহমুদুল হক, মোঃ রশিদ মিয়া, মোঃ ছানা মিয়া, মোঃ আলামিন, মোঃ জাহাঙ্গীর মিয়া, ফুল মিয়া, হুমায়ুন মিয়া, মোঃ মহসিন মিয়া, মাস্টার মিয়া।
অপর দিকে সংঘর্ষের পর হযরত আলীর মৃত্যুর সংবাদ এলাকায় চলে আসে ঠিক তখনই প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও বিভিন্ন জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। বানিয়াচংসহ বিভিন্ন পর্য্যায়ের মানুষজন হত্যা পরবর্তী সময়ে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।