রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

শহরে লোডশেডিংয়ের প্রতিবাদে প্রধান সড়ক অবরোধ ॥ বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোড শেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করা হয়। তখন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লোডশেডিং ও নির্বাহী প্রকৌশলীর আব্দুল্লাহ আল মামুন সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। আন্দোলনে বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সংকটের কারণ দেখিয়ে দিনে ১২ ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল দিয়েছিল। কিন্তু বাস্তবে প্রতিদিন অন্তত ১৬ ঘণ্টা লোডশেডিং করছে। এ অসহনীয় দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে বিদ্যুৎ বিভাগের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিপিডিবির বিরুদ্ধে ফোন রিসিভ না করারও অভিযোগ তোলেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া হবিগঞ্জবাসীর পক্ষে গাছপালা রক্ষা ও বিদ্যুৎ সমস্যা সমাধান কমিটির আহ্বায়ক মাহমুদা খান বলেন, হবিগঞ্জে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। অথচ হবিগঞ্জবাসী বিদ্যুতের সমস্যায় রাতে ঘুমাতে পারে না। যা অত্যন্ত দুঃখজনক। তাছাড়া ঘন ঘন লোডশেডিংয়ের সামগ্রী বিকল হয়ে গেছে। এমনকি শিশুসহ বয়স্ক লোকরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষা চললেও বিদ্যুত না থাকায় তাদের পড়তে সমস্যা হচ্ছে। অথচ বিদ্যুত বিভাগ এসবের দিকে কোনো খেয়াল না রেখে প্রতি ৩ ঘন্টায় ২০ মিনিট করে বিদ্যুত দেয়া হয়। দিনের তুলনায় রাতে মাত্রারিক্ত লোডশেডিং করা হচ্ছে। ফলে সারাদিন কাজ শেষে রাতে গড়ে ১ ঘণ্টা করেও ঘুমাতে পারছেন না মানুষ। এদিকে শতাধিক মানুষের আন্দোলনের মুখে প্রায় ২ ঘণ্টা সময় ধরে শহরের প্রধান সড়ক বন্ধ থাকলে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা¯’লে গিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করেন। ব্যর্থ হলে পিডিবির উপ-সহকারী প্রকৌশলী রকিবুল হাসানসহ বেশ কয়েকজন অফিসার ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ^াস দিলে শর্ত সাপেক্ষে অবরোধ তুলে নেয়া হয়। পরবর্তীতে যদি কোনো তালবাহানা চলে আগামী রবিবার থেকে আরও কঠিন কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়। এ ছাড়া মানববন্ধনে আরও বিভিন্ন সংগঠনের নেতকর্মীরা উপস্থিত থেকে তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে প্রধান সড়কে বসে আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com