বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ গাউছিয়া কমিটির পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উদ্যাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিগত মঙ্গলবার বাদ মাগরিব থেকে রাত্র ১০ টা পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উদ্যাপন উপলক্ষে এক আজিমুশ্বান সালানা গিয়ারভী শরীফের মাহফিল আলহাজ্ব অধ্যক্ষ সফিউল আলম এর সভাপতিত্বে শায়েস্তানগর গাউছিয়া সুন্নিয়া একাডেমী ও মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম সরওয়ার আলম এর সঞ্চানলায় গাউছে পাকের জীবনী থেকে বিশেষ বক্তব্য রাখেন হযরত মাওলানা সৈয়্যদ আজহার আহমদ, কাজী মাওলানা সাইফুল মোস্তফা, কাজী মুফতি ফজলুল হক, মাওলানা হাফেজ ক্বারী ক্বামারুল হুদা, মাওলানা হাবিবুর রহমান হাবিব প্রমূখ। বক্তাগণ, গাউসে পাকের অসংখ্য কারামত ও আদর্শের বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। গাউসে পাক নিজে ক্বাছিদায়ে গাউসিয়াতে উপরোক্ত বিষয়ে আলোকপাত করেছেন। তিনি ছিলেন বেলায়তের সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত, তার অপরিসীম আধ্যাত্মিক ক্ষমতা মহান আল্লাহ্র কুদরত ও প্রিয় নবীজির মুয়াজিযার বাস্তব বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, প্রত্যেক অলীগণ আমার পদাঙ্কের অনুসারী। আর আমি কামালিয়াতের আকর প্রিয় নবীজির পদাঙ্ক অনুসরণকারী। এছাড়াও বক্তাগণ বলেন, গাউসে পাক জন্মের পরই রমজানের রোযা রাখার সুসংবাদ দিয়েছেন, ১৮ সিপারার হাফেজ হয়েছেন। ৬ বছর বয়সে ৪০ জন ডাকাতকে তওবা করিয়ে আব্দাল বানিয়েছেন। ক্বাদরিয়া আলিয়ার মহান মুর্শিদ আ’লে রাসুল সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রাহ্ঃ) ১৯৫২ সাল থেকেই বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ত্বরিক্বতের কাজ শুরু করেছিলেন। তার স্থলাভিষিক্ত হয়ে তদীয় পুত্র সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহঃ) রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নি জামাতের অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। এদেশে জশ্নে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর মত সুমহান সংস্কার শুরু করেন। যা আজ বিশ্বের সকল মুসলিম-অমুসলিম দেশে খুবই জাক-জমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। এদেশের সরকার ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)-কে গেজেট করে জাতীয় দিবস ঘোষণা করেছে। বর্তমানে তারই উত্তরসূরী মুর্শিদে বরহক সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ্ সারা বিশ্বে সুন্নিয়তের তথা গাউসে পাকের মিশনকে এগিয়ে নিচ্ছেন। অধ্যক্ষ গোলাম সরওয়ার আলম হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বক্ত-মুরিদানকে আশ্বস্ত করে বলেন, ইন্শা-আল্লাহ্ আগামী জানুয়ারির শেষ দিকে সিলেট ও হবিগঞ্জে গাউসে পাকের অধঃস্তন সাজ্জাদনশীন সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ্ সফর করার আগ্রহ দেখিয়েছেন। আমরা আজকের মাহফিল থেকে কেন্দ্রীয় আঞ্জুমান ও ঢাকা আঞ্জুমানের কাছে আবেদন জানাব তারা যেন আসন্ন শীত মৌসুমে হুজুর কেবলাগণের বাংলাদেশ সফরের সময় হবিগঞ্জে প্রোগ্রাম নির্ধারণে সহায়তা দান করেন। তৎজন্য আপামর হবিগঞ্জবাসী তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। হবিগঞ্জের গাউছিয়া একাডেমী ও মাদ্রাসা গাউসে পাকের মিশন প্রতিষ্ঠার একটি স্তায়ী মার্কাজ। সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে মিলাদ-ক্বিয়াম এর মাধ্যমে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে বিশেষ তাবারুক বন্টনের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com