স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে দুই ছিচকে চোরকে আটক করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে সদর থানার একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল, নাতিরপুর এলাকার আমজাদ আলীর পুত্র আলা উদ্দিন (২৫) ও আনোয়ারপুর গ্রামের সাদত আলীর পুত্র হাবিবুর রহমান (৩০)। পুলিশ জানায়, সম্প্রতি শহরে চুরি বৃদ্ধি পেয়েছে। ফলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। তবে রাত ১২টার পর সন্দেহজনক কাউকে ফেলে আটক করা হবে এবং চুরি রোধে অভিযান অব্যাহত থাকবে।