রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৭৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ আল আমিন (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার কচুয়াদি গ্রামের আবুল হোসেনের পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে খনিজ মাটি রাস্তা সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে উত্তোলনকালে মোঃ আল আমিন নামের এক যুবককে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com