শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

ফুঁসছে কুশিয়ারা ॥ বাড়ছে পানি ॥ নবীগঞ্জে স্কুলসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪৫০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে খোয়াই নদীর পানি কমতে শুরু করলেও নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারার পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার রাত ৭টার পর থেকে পরবর্তী তিন ঘন্টায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলেও জানায় পাউবো। এদিকে শনিবার রাত সাড়ে ৯টার পর দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত দুদিনের তুলনায় বেশি পানি প্রবেশ করেছে। এর ফলে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফলে বাঁধ উপচে নবীগঞ্জের ১০০০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে পানি ঢুকতে শুরু করেছে। অল্প অল্প করে পাওয়ার প্ল্যান্টের ভেতরে পানি প্রবেশ করায় অনেক যন্ত্রাংশ পানিতে ডুবে যাচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনে কোন ধরণের ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই বলে দাবি করেছেন পাওয়ার প্ল্যান্ট কর্মকর্তারা।
অন্যদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি হওয়ায় বাঁধসহ বিভিন্ন দিক দিয়ে বেশ কয়েকটি বিদ্যালয়সহ অনেক গ্রামে প্রবেশ করছে পানি। দীঘলবাকের কসবায় বাজু সুনাইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় তলিয়ে গেছে কুশিয়ারার পানিতে। পানিবন্দি হয়ে আতংক উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ। পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন কাচা-পাকা সড়ক। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝুঁকিপূর্ণ কুশিয়ারা ডাইকের ভাঙন রোধে ইতোমধ্যে বালু ভর্তি বস্তা ফেলা হয়েছে। শনিবার দিনব্যাপী নবীগঞ্জের পারকুল এলাকায় ঝুঁকিপূর্ণ কুশিয়ারা ডাইকে মেরামতের কাজ করে পানি উন্নয়ন বোর্ড। ডাইকের ভাঙন রোধে কুশিয়ারা ডাইকে বালু ভর্তি বস্তা ফেলা হয়েছে।
প্রচন্ড বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, কসবা, মাধবপুর, গালিমপুর, কুমারকাঁদা, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁওসহ বেশকিছু এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। বাড়ি-ঘরে পানি উঠায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। যে কোনো মুহূর্তে কুশিয়ারা ডাইক ভেঙে যেতে পারে বলে আশংকা করছেন স্থানীয় লোকজন।
এদিকে বিকেলে ঝুঁকিপূর্ণ কুশিয়ারা ডাইকসহ পানিবন্দি বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের (বিপিডিবি) ইঞ্জিনিয়ার সজল বলেন, ‘পাওয়ার প্ল্যান্টের ভেতরে একটু একটু করে পানি প্রবেশ করছে। এতে বিভিন্ন যন্ত্রাংশে পানি ডুকছে। তবে মূল উৎপাদন কেন্দ্রে পানি উঠার সম্ভাবনা নেই। কারণ মূল উৎপাদন কেন্দ্রটি পাওয়ার প্লান্টের ভূমি থেকে অনেক উপরে। তিনি বলেন- ‘মূল উৎপাদন কেন্দ্রটি ঢাকা-সিলেট মহাসড়কের সমতল। সুতরাং মহাসড়ক ডুবলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে। অন্যতায় সাময়িক সমস্যা হবে।
হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, রাত ১০টায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ কুশিয়ারা ডাইকের ভাঙন রোধে ইতোমধ্যে বালু ভর্তি বস্তা ফেলা হয়েছে। সময় যত যাচ্ছে পানি বাড়ছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আতংকিত হওয়ার কিছু নেই, প্রশাসনের পক্ষ থেকে আগাম সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আশা করছি বৃষ্টি থামলে পানি কমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com