মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটের পাহাড়ে যুবতির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহার থেকে ২৪ বছর বয়সী এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট থানার এসআই সজিব দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বাগানের ভেতরে গাছের নীচে উড়না পেচানো অবস্থায় ওই লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ওই লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী বিবাহিতা। হয়তো সে ওই বাগানে ঘুরতে এসেছিল। নতোবা কেউ তাকে গলায় উড়না পেচিয়ে হত্যা করে পালিয়ে যেতে পারে। যুবতীর পরনে নীল রঙ এর কাপড় ছিল। কপালে রয়েছে সিদুর, মনে হচ্ছে হিন্দু পরিবারের। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com