শনিবার, ২৪ মে ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

হবিগঞ্জ মেডিকেল টেকনোলজিস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
সংগঠনের সভাপতি পলাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভার শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কবির।
সাধারণ সম্পাদক সুদীপ দাশ ও প্রচার সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ সাহা, জেলা বিএমএর সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ এম আবরার জাবের, ডাঃ আশরাফ উদ্দিন, বিটিইবিএমটিএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা। এছাড়া উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com