প্রেস বিজ্ঞপ্তি ॥ ওয়ালটন ইলেক্ট্রনিকস এর হবিগঞ্জ পরিবেশক টি আর ইলেক্ট্রো মার্ট থেকে একটি ফ্রিজ কিনে জিতে নিলেন আরেকটি ফ্রিজ। ভাগ্যবান এ ক্রেতা হলেন-লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস। গত শুক্রবার তিনি টি আর ইলেক্ট্রো মার্ট থেকে একটি ফ্রিজ কিনেন। পরে তিনি ডিজিটাল ক্যাম্পইন এসএমএস ক্যাশ ব্যাক মাধ্যমে আরেক ফ্রিজ পেয়ে যান। ভাগ্যবান এ ক্রেতার হাতে এ ফ্রিজ তুলেন দেন টি আর ইলেক্ট্রো মার্টের চেয়ারম্যান রোটারিয়ান মোদারিছ আলী টেনু। এ সময় উপস্থিত ছিলেন টি আর ইলেক্ট্রো মার্টের জেনারেল ম্যানেজার চিন্ময় দত্ত, অতিরিক্ত ম্যানেজার সাইফুর রহমান মুহিন ও সার্ভিসিং ইনচার্জ সোহেল রানা।
টি আর ইলেক্ট্রো মার্টের চেয়ারম্যান রোটারিয়ান মোদারিছ আলী টেনু জানান, ওয়ালটন ইলেক্ট্রনিকস সবসময়ই ক্রেতাদের সুবিধা প্রাধান্য দিয়ে থাকে। যেমন বর্তমানে চলছে ডিজিটাল ক্যাম্পেইন এসএমএস ক্যাশ ব্যাক। এই প্রোগামের মাধ্যমে ক্রেতারা ওয়ালটনের যেকোন পণ্য কিনে জিতে নিতে পারেন রাশিয়া, আমেরিকা ভ্রমণের সুযোগসহ বিভিন্ন পুরস্কার।