মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ জেকে স্কুলের ডিড অব গিফট সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৭৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে কে হাইস্কুল সরকারীকরণ হওয়ায় সরকারের সাথে প্রতিষ্ঠানের স্থাবর, অস্থাবর সম্পত্তির ডিড অব গিফট (দলিল সম্পাদন) সম্পন্ন হয়েছে। গত ৯ অক্টোবর নবীগঞ্জ জে কে হাইস্কুলের পরিচালনা কমিটি পক্ষে কমিটির সচিব এবং স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে সম্পাদিত দলিল প্রেরণ করেছেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় ১টি করে স্কুল এবং কলেজ সরকারীকরণের ঘোষণা দেন। সেই লক্ষ্যে ২০১৬ সালে জে কে হাইস্কুলকে সরকারীকরণ করা হয়। এতে মাননীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী ভূমিকা রাখেন। সরকারীকরণের শর্ত মোতাবেক সরকারের সাথে স্কুলের স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল সরকারের অনুকুলে সম্পাদন করা হয়। তিনি নবীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী জে.কে হাইস্কুলটি সরকারীকরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com