বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুশিয়ারা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পার্শ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হামরকোণা এবং ব্রাহ্মণগ্রাম যুব সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা গতকাল শনিবার বিকেলে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার এ প্রতিযোগিতা উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। সকাল থেকে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা কাছ থেকে উপভোগ করার জন্য শতাধিক ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাসিয়ে দেন আগন্তক দর্শকরা। আয়োজকরা বলেন, আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা প্রতি বছর এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। দর্শনার্থীরা নেচে গেয়ে সিলেট বিভাগের নৌকা বাইচের প্রধানতম শেরপুরের আসরকে প্রাণবন্ত করে তোলেন। ১০ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলার ৭টি রঙ-বেরঙের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নানা নামে অভিষিক্ত নৌকাগুলো হচ্ছে রিয়াদ পবন, অন্তেহরি, জলপবন, জলরাজ, কালাইউড়া, উড়াল পবন ও শাহজালালালের তরী। ৪ রাউন্ডে আয়োজিত প্রতিযোগিতার ফাইানাল রাউন্ডে ৪টি নৌকা অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রিয়াদ পবন। দ্বিতীয় ও তৃতীয় হয় একই উপজেলার জলপবন ও উড়াল পবন। নৌকা বাইচ উৎসব আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামরকোণা-ব্রাহ্মণগ্রাম যুব সংঘের সভাপতি অলিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, স্থানীয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল হক শেফুল প্রমুখ। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ফ্রিজ, দু’টি রঙিন টিভি ও দু’টি শান্তনা পুরস্কার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com