স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে টাটা গাড়ির দুদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেলার উদ্বোধন করেন টাটা মটরস বাংলাদেশের কাষ্টমার ম্যানেজার কিশলয় মাহাতো, নিটল মটরস লিঃ এর প্রোডাক্ট ম্যানেজার তানভীর হাসান, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার শাখা প্রধান মোঃ শরীফুল ইসলাম শরীফ, টাটা এইচ ডিভিশনের এরিয়া ম্যানেজার হাসান আলী খান, মুন্সি মাজেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া এস এম মটরস এর জি.এম এম মুয়ূন ফারুক, নিটল মটরস লিঃ এর নতুন ও পুরাতন গ্রাহকবৃন্দ।
দুদিন ব্যাপী মেলায় নিটল মটরস লিঃ এর টাটা বাজিমাৎ অফারে গ্রাহকদের জন্য রয়েছে মটর সাইকেল, এলইডি টিভি, ডিপ ফ্রিজ ও বুকিং এ নিশ্চিত উপহার। আজ মেলার শেষ দিনে নগদ টাকায় গাড়ি কিনলে দেয়া হবে বিশাল ছাড়।