সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে রাগবী খেলায় তরুণদের আগ্রহ

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশেই তেমনভাবে শুরু হয়নি সেই খেলা। তবে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় রাগবী খেলার প্রতি হবিগঞ্জের তরুণদের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ রাগবী ফেডারেশন এর যৌথ উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ-১৬ তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রমে এই আগ্রহ দেখা যায়।
গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে রাগবী খেলোয়াড় বাছাইয়ের পর ৬০ জন খেলোয়াড়কে নিয়ে সপ্তাহব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মরতুজ আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাগবী ফেডারেশনের সদস্য দিন ইসলাম, কোচ বাসু দেব রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com