শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

এদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাই হবেনা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি বলেছেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গরীবের মূখে আহার না দিয়ে তিনি আহার করেন না তিনি এদেশের সাধারণ মানুষের মূখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন। আর বিএনপি জামায়াত জঙ্গীদের মদদ দিচ্ছে। তিনি আওয়ামীলীগের নেতৃত্বে সন্ত্রাস জঙ্গী তৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এদেশের মাটিতে কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ঠাই হবেনা। জঙ্গীবাদ সমুলে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টা করা হবে।
গতকাল বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত নতুন বাজার মোড় আব্দুল মতিন স্কয়ারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, সুমঙ্গল দাশ সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন, জাসদ সভাপতি আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোজাহিদ আহমদ, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আলী আহমদ মুছা, এডঃ গতি গোবিন্দ দাশ, মোস্তাক আহমদ মিলু, ওহি দেওয়ান চৌধুরী, আব্দাল করিম, ইকবাল বাহার তালুকদার, দিলারা হোসেন, শাহ গুল আহমদ কাজল, হাবিবুর রহমান হাবিব, ইকবাল আহমদ বেলাল, আবু সালেহ জীবন প্রমূখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, গীতা পাঠ করেন আওয়ামীলীগ নেতা ডাঃ অমলেন্দু সূত্রধর। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই দিন শাহাদাৎ বরনকারীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com