শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে এগিয়ে আ.লীগ বিএনপি’র চেয়ে এগিয়ে বিদ্রোহী ও স্বতন্ত্র

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৫৪০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ কাল শনিবার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ। আজকের দিনের পর মধ্যখানে একটি রাত। ওই রাতকে অনেকেই কালরাত বলে থাকেন। আর রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। দীর্ঘদিন নির্ঘুম প্রচারণার পর কাল শনিবার বিকেলেই জানা যাবে কারা রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
গতকাল রাত ১২টার পর থেকেই সবধরণের প্রচারণা বন্ধ হয়ে যায়। প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল থেকেই বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। আজ শুক্রবার বিকেল থেকেই ভোটকেন্দ্রগুলো ভোটবাক্সসহ উপকরণাদি পাঠনো হবে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন কঠোর রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে ভোটাররাও প্রার্থীদের নিয়ে চুলছেড়া বিশ্লেষন করছেন। কোন প্রার্থীর দ্বারা উন্নয়ন সম্ভব, কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতায় কারা রয়েছেন-এসব আলোচনায় চায়ের কাপে ঝড় তুলছেন।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৫৯জন ও সাধারণ সদস্য পদে ৫৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ মানুষের সাথে আলাপ করে নির্বাচনী জরিপে ইউনিয়নওয়ারী চেয়ারম্যান পদে যারা এগিয়ে রয়েছেন তারা হলেন-১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমর চন্দ্র দাশ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান স্মৃতি ভূষন চৌধুরী (ধানের শীষ) ও সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশ (চশমা)।
২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহের আলী মালদার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়া (ঘোড়া)।
৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লন্ডন প্রবাসী জামাল হোসেন (নৌকা), বিএনপি মনোনীত আকিকুর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বজুল রশীদ বজলু (আনারস)।
৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা (নৌকা) ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ ছালিক মিয়া (আনারস)। ওই ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী নেই।
৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান দিলাওর হোসেন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী কাওসার মিয়া কওসর (ধানের শীষ), লন্ডন প্রবাসী মুহিবুর রহমান হারুন স্বতন্ত্র প্রার্থী।
৬নং কুশি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি লন্ডন প্রবাসী আলী আহমেদ মুসা (নৌকা), বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ (ধানের শীষ) ও লন্ডন প্রবাসী আব্দুল মুকিত (চশমা)।
৭নং করগাও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (ধানের শীষ) ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (নৌকা)।
৮নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী (ধানের শীষ) ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজু চৌধুরী।
৯নং বাউসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুর রহমান স্বতন্ত্র (ঘোড়া), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক (নৌকা), সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ডেইজি সিদ্দিকা (আনারস)।
১০ নং দেবপাড়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলী (আনারস), ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া), সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী আবুল হোসেন জীবন (চশমা) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিদ (নৌকা)।
১১ নং গজনাইপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী আবুল খায়ের গোলাপ (আনারস), উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল (নৌকা), সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ (চশমা)।
১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম (ঘোড়া) সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরী (নৌকা)। পানিউমদা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (ঘোড়ার)। ১৩টির মধ্যে অধিকাংশ ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে জানা গেছে। বিএনপির চেয়ে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সংখ্যার দিক থেকে বেশী বিজয়ী হলে অবাক হবার কিছু থাকবেনা। কারণ হিসেবে অনেকে মনে করছেন, মনোনয়ন নিয়ে বিএনপি যে নাটক করেছে এর খেসারত তাদের দিতে হবে।
১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ৭ জন এবং বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ১২ জন।
১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৭শত ১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৬শত ৭১ জন এবং মহিলা ১লাখ ৭ হাজার ৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com