রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

বাহুবলে চার শিশু হত্যা \ এসআই বরখাস্ত \ ওসি তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাহুবল থানার উপপরিদর্শক জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমানকে বরখাস্ত করার জন্য রোববার দুপুরে পুলিশ সদর দফতরকে চিঠি দিয়েছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল ইসলাম। গত বৃহস্পতিবার কমিটি পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেয়। তদন্ত করতে গিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার গাফিলতির প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান ও তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিয়াউদ্দিনের গাফিলতি পাওয়ার কথা উলে­খ করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে চার শিশু নিখোঁজ হওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আব্দুর রহমান সাধারণ ডায়রি গ্রহণ করেননি। পরদিন সকালে তিনি গ্রহণ করেন। পাশাপাশি এ ব্যাপারে তার তৎপরতা সন্তোষজনক ছিল না। জিডি হওয়ার পরও তা তদন্তের দায়িত্বে থাকা এসআই জিয়াও বিষয়টি নিয়ে আশানুরূপ তৎপরতা দেখাননি। তিনি আরো বলেন, দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এসআই জিয়াকে বরখাস্ত করার এখতিয়ার আমার আছে। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। ওসি-তদন্ত আব্দুর রহমানকে বরখাস্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দফতরে চিঠি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com