সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গত ২ জানুয়ারী সিলেটের হোটেল রোজ ভিউ এ অনুষ্ঠিত, ওঘঝচওজঅঞওঙঘ ২০১৬, অনুষ্ঠান খুব জাকজমকের সাথে অনুষ্ঠিত হয়। এতে আগামী রোটারী গর্ভনর (২০১৬-১৭), সিলেটের শহীদ আহমেদ চৌধুরী তার সময়ের জন্য ণবধৎ চষধহহরহম, এড়ধষ ংবঃঃরহম ্ ঞবধস ইঁরষফরহম ঘোষণা করেন। এই কার্যক্রম সফল করার জন্য সারা রোটারী উরংঃৎরপঃ থেকে বাছাই করা রোটারী নেতৃবৃন্দের সমন্বয়ে ঝঞঅজ ঞঊঅগ গঠন করে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলীকে রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এডিশনাল কো-অর্ডিনেটর নিযুক্ত করা হয়।
উলে­খ্য যে, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২-বৃহত্তর সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী নিয়ে গঠিত পুরো জড়ঃধৎু উরংঃৎরপঃ কে ৭ টি  জোনে ভাগ করে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, যেমনঃ  ১। সুরমা জোন ২। খোয়াই জোন ৩। কর্নফুলি জোন ৪। পদ্মা জোন ৫। গোমতি জোন ৬। মেঘনা জোন ও ৭। ব্রহ্মপুত্র জোন।
খোয়াই জোন ঃ
বিয়ানীবাজার, মৌলভীবাজার জেলা (কুলাউড়া ও শ্রীমঙ্গল ক্লাব সহ), হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা (আশুগঞ্জ ক্লাব সহ) নিয়ে খোয়াই জোন গঠন করা হয়। খোয়াই জোনের সার্বিক কর্মকান্ড সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলীকে। উলে­খ্য ইতিমধ্যে ডাঃ মোঃ জমির আলী ঐধনরমধহল জড়ঃধৎু ঈষঁন সহ জড়ঃধৎু উরংঃৎরপঃ খবধফবৎংযরঢ় এ নিম্নলিখিত দায়িত্ব পালন করেছেন ঃ
১। ক্লাব প্রেসিডেন্ট-২০১১-১২
২। এসিষ্ট্যান্ট গভর্নর-২০১২-১৩ (বেষ্ট এসিষ্ট্যান্ট গভর্নর পদক প্রাপ্ত)
৩। ঈযধরৎসধহ, ঈড়সসঁহরঃু ঝবৎারপব, (উরংঃৎরপঃ ঈড়সসরঃঃবব) ২০১৩-১৪
৪। ডিপুটি গভর্নর-২০১৪-১৫।
৫। এড়াবৎহড়ৎ’ং ঝঢ়বপরধষ অরফব-২০১৫-১৬
গভর্নর আশা প্রকাশ করেছেন ডাঃ মোঃ জমির আলীর নেতৃত্বে খোয়াই জোনে রোটারী আন্দোলন আরো জোরদার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com