মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

মুক্ত সংস্কৃতি চর্চাই পারে সমাজের কলুষতা দূর করতে-এমপি বাবু

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৩৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বলেছেন, মুক্ত সংস্কৃতি চর্চাই পারে সমাজের কলুষতা দূর করতে।  ‘হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলন ২০১৫’ হবিগঞ্জের কবি-সাহিত্যিকদের জীবনে একটি স্মরণীয় দিন। যে দিনে কবি-সাহিত্যিকদের সাথে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ সম্মেলনের মাধ্যমে অত্র এলাকার সাহিত্য চর্চায় উৎকর্ষ সাধন হবে বলে আমি মনে করি। প্রজ্জ্বলনের আলো সারা দেশে ছড়িয়ে পড়বে তা বিশ্বাস করি। কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ‘হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলনে প্রথম পর্বের প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  শুক্রবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করে বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী বলেন- ‘নিউকিয়াস যেমন জীবকোষের প্রাণ তেমনি কবি-সাহিত্যিকরা স্ব-স্ব দেশের ভাষার প্রাণ।’ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইব্রাহীম ইউসুফ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ) কবি চন্দনকৃষ্ণ পাল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, আনন ফাউণ্ডেশনের চেয়ারম্যান শিশু-সাহিত্যিক স ম শামসুল আলম, চিত্রশিল্পী গোলাম নবী পান্না, আমাদের মাতৃভমির সম্পাদক নজরুল ইসলাম নঈম, কবি ভূপিকা রঞ্জনা দাশ, গীতিকার মোঃ আব্দুস সালাম, কবি কোকিল দাশ, কবি এম এ ওয়াহিদ লাভলু প্রমূখ। অনুষ্টানের শুরুতে সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া স্বাগত ভাষণ দেন। অনুষ্টানে প্রধান অতিথি এমপি এম এ মুনিম চৌধুরী বাবুকে  সফল জনপ্রতিনিধি হিসেবে, কবি চন্দন কৃষ্ণ পালকে ছড়া সাহিত্যে, কবি স.ম শাসসুল আলমকে শিশু সাহিত্যে, গোলাম নবী পান্নাকে চিত্রশিল্পী হিসেবে, নজরুল ইসলাম নঈমকে সম্পাদনায়, সঙ্গীত শিক্ষক হিসেবে ভূপিকা রঞ্জন দাশকে, কাব্যকথা সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করায়, কবি কোকিল দাশ ও গীতিকার মোঃ আব্দুস সালামকে ‘হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলণ সম্মাননা ২০১৫’ প্রদান করা হয়। এছাড়া কন্ঠশিল্পী হিসেবে অবদানের জন্য পূজা বনিক ও সালমা ফারিহা প্রমিকে “তরুন সাহিত্য পদক ২০১৫” প্রদান করা হয়। দ্বিতীয় পর্বের অনুষ্টানে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। কোন কাজের স্বীকৃতির আশায় কাজ করা ঠিক নয়। ভাল কাজে নিজেকে নিয়োজিত রাখলে কাজই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষায় ও শিল্প সাহিত্যে হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে হলে সবাইকে আরো সচেতন ভাবে কাজ করতে হবে। সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক কবি গোলম কিবরিয়ার সভাপতিত্বে এবং তৌহিদ চৌধুরী ও সাবেকা আক্তার সুমির যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খান, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, কবি সৌমিত্র দেব, কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক, এড. শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল প্রমূখ। আরো বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রকাশনা ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, হবিগঞ্জ জেলা পোয়েটস ক্লাবের সভাপতি কবি নিলুফা ইয়াসমিন নিল, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, আশাহিদ আলী আশা, কবি ও ছড়াকার সঞ্জয় কর, এডঃ জাহিদুল ইসলাম রফি, গল্পকার সঞ্জয় কুমার ধাম প্রমূখ। স্বরচিত কবিতা পাঠ করেন সাইফুল ইসলাম সারং, ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া, উর্মি আচার্য্য, পিনাকী আচার্য্য, পল্লব আচার্য্য, পল্লবী রায় প্রমূখ। প্রশাসনিক কাজে অবদানের জন্য হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অনলাইন সাংবাদিকতায় সৌমিত্র দেব, সফল সংগঠক হিসাবে তৌহিদুল ইসলাম কনক, ছোটগল্পে এডঃ শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, আনন্দ নিকেতনের আবৃত্তি বিভাগকে হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলন সম্মাননা ২০১৫ প্রদান করা হয়। নৃত্যশিল্পী প্রবীর শীল ও তার দলকে যৌথভাবে এবং ঝলক চক্রবর্তীকে একক নৃত্যে তরুন সাহিত্য পদক ২০১৫ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com