শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় ১০ম সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৩টি আসনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সে অনুযায়ী গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। ফলে ওই ৩টি আসনে ৮জন প্রার্থী ১০ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন এবং স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) ১জন ও স্বতন্ত্র ১ জন। প্রার্থীগণ হচ্ছেন-হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন (আওয়ামীলীগ), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল (জাপা), সাংবাদিক আফছার আহমেদ রূপক (স্বতন্ত্র), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির (আওয়ামীলীগ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক (জাপা) এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ মাহবুব আলী (আওয়ামীলীগ), জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহাদ ইউ চৌধুরী শাহীন (জাপা) এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সৈয়দ তানভীর আহমেদ (স্বতন্ত্র আওয়ামীলীগ বিদ্রোহী)।
এদিকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী দেয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু এখন একক প্রার্র্থী। তাই তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। যা এখন ঘোাষণার অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com