বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের ৮ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
হবিগঞ্জ শহরের জেকেএন্ডএইচকে হাইস্কুলে ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী। মোট ভোটার ২ হাজার ১৬২ জন। শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনারসহ প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের নিরাপত্তা বিধানে মোতায়েন ছিল পুলিশ। বিদ্যালয়ের প্রবেশদ্বার থেকেই নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যায়। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এজেন্টদের কাছ থেকে স্লিপ নিয়ে ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ, জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এছাড়া সদর উপজেলার নিজামপুর দাখিল মাদ্রাসা, বাহুবল উপজেলার পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, মিরপুর দাখিল মাদ্রাসা, মাধবপুরের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়, দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা, জেকে মডেল উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসা, আজমিরীগঞ্জ এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মমচান ভূইয়া আদর্শ দাখিল মাদ্রাসা, বানিয়াচঙ্গের সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, বিএসডি মহিলা আলিম মাদ্রাসা, লাখাইয়ের মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়, জিরুন্ডা মানপুর ডিএস মাদ্রাসা, চুনারুঘাটের ডিসি পাইলট উচ্চ বিদ্যালয় ও হাজী আলিম উল্লা সিনিয়র মাদ্রাসা স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়গুলোতে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সবচেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ হয়েছে বানিয়াচংয়ের আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সেখানে ২ হাজার ১শ’ শিক্ষার্থী ভোট প্রদান করেন।
বানিয়াচং থেকে ষ্টাফ রিপোর্টার জানান, বানিয়াচংয়ে আদর্শ বিদ্যালয়, বিএসডি মহিলা আলীম মাদ্রাসা ও সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৯৭৬ জন ভেটারের মধ্যে ১২৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বিতা করে ৪১ জন শিক্ষার্থী। এ বিদ্যালয়ের নির্বাচিতরা হচ্ছে-দশম শ্রেণীর ছাত্র আশরাফ উদ্দিন নাসিম, দশম শ্রেণীর ছাত্রী নিছপা, ৮ম শ্রেণীর ছাত্র স্বাধীন ইসলাম রবি, ৮ম শ্রেণীর ছাত্র সাইফুর রহমান, ৭ম শ্রেণীর ছাত্রী আলিমুন নেছা, সাইয়েবা সুলতানা বুশরা, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়া, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সাদিয়া বর্ষা।
শেখের মহল্লা মহিলা আলিম মাদ্রাসায় নির্বাচিতরা হল, জিকর্ াআক্তার, ফাতেমা আক্তার, আকলিমা খাতুন, জুমা আক্তার, সুমাইয়া আক্তার, মান্না আক্তার, সাবিয়া উম্মে সুমাইয়া।
সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নির্বাচিতরা হচ্ছে- ৯ম শ্রেণীর শিক্ষার্থী হাসনুর মিয়া, দশম শ্রেণীর ছার্ত্রী পিংক, খোকন ও সাছনা।
বাহুবল প্রতিনিধি জানান, বাহুবল উপজেলার এই প্রথম দুটি বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ সম্পন্ন হয়েছে। মিরপুর দাখিল মাদরাসায় ভোটার ছিলেন ৩৩৯ জন। প্রার্থী সংখ্যা ছিল ১৫জন। বিজয়ী প্রার্থীরা হলেন কারিমুল ইসলাম কারিম, আরিফ উদ্দিন, সুজাত মিয়া, মুনসুর মিয়া, রাশিদা আক্তার, সীমা আক্তার, নার্গিস আক্তার ও সাফিয়া আক্তার। মিরপুর দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্জ আব্দুল মজিদ খান এমপি।
পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ে নির্বাচিতরা হলেন পবিত্র পাল, আলী হোসেন, জনি আক্তার, মাহবুবুর রহমান, শেখ মহসিন, ফারজানা আক্তার সুমি, আশরাফুজ্জামান ও বিলকিছ আক্তার। এর মাঝে নির্বাচনে পরাজিত কয়েকজন প্রার্থী ভোট গ্রহণে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com