প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি আব্দুল কদির ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব ও সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুর মুক্তির দাবীতে নবীগঞ্জে থানা ও পৌর ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও নবীগঞ্জ থানা ছাত্রদলের অন্যতম নেতা মুশাহিদ আলম মোরাদ ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হন। উক্ত পথ সভায় মুশাহিদ আলম মোরাদ এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরী, খাজ নূর চৌধুরী, শাহ মিলাদুর আবেদ মিলাদ, হেলাল আহমেদ, সফিকুল ইসলাম জুনেদ, ফরহাদ আহমেদ, শামীম আহমেদ, কুতুব উদ্দিন মাখন, এ কে সাজ্জাদুল আলম রানা, জাকারিয়া আহমেদ তারেক, হোমায়োন আহমেদ, ফয়ছল আহমেদ, মাসুদ চৌধুরী, দেলোয়ার হোসেন তানবীর, কপিল আহমেদ, জোলন আহমেদ, সুমন আহমেদ, রিপন চৌধুরী, শিপন লস্কর, শাহীন চৌধুরী, শাহ শাহরিয়ার, শোয়েব আহমেদ, পাবেল আহমেদ, সবুজ আহমেদ, খয়ের আহমেদ লোমন, সরোয়ার আহমেদ জেসন, পলাশ মিয়া, জনি মিয়া, এ কে ফয়ছল, ছয়ফুল হক, দুলন আহমেদ, হোমায়োন (২), নুরুল আমিন, আমজদ আহমেদ, সাজ্জাদ আহমেদ, আবুল মিয়া, আলী আহমেদ, সাদিকুর রহমান, জসীম উদ্দিন, মিঠু শীল, রকিব আহমেদ, মিলন আহমেদ, লিটন মিয়া, সেলিম মিয়া, তোহেল আহমেদ, দুরুদ মিয়া, কামাল আহমেদ, মোশাহিদ আলী, জামীল আহমেদ, নুরুজ্জামান, তোফায়েল আহমেদ, সাইফুল আহমেদ, তোষার আহমেদ, শিপন আহমেদ, সাইফুর রহমান বাবু, আব্দুল আলীম, জাহাঙ্গির মিয়া, রাসেদ মিয়া, মোশারফ আহমেদ, জাসেদ আহমেদ, প্লাবন আহমেদ, মোঃ সাইদুল, সামাদ আহমেদ, সুজন মিয়া, আশরাফ আহমেদ, ইসলাম উদ্দিন, আনু মিয়া, জুনেদ মিয়া, নাবেদ আহমেদ, আলাল আহমেদ, জীবন চৌধুরী, চনক দেব, বাবলু শীল, রাসেল আহমেদ, আহমেদ জাকারিয়া, মোঃ হেলাল, রাজু মিয়া, মোঃ মুরাদ, জয় আহমেদ, তপু দাশ প্রমূখ।