শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলার হালনাগাদকৃত সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৮২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ০২ জানুয়ারী শুক্রবার সকল উপজেলা নির্বাচন অফিস থেকে হালনাগাদকৃত ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং সম্পূরক খসড়া তালিকা সর্ব সাধারনের প্রদর্শনের জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, ইউনিয়ন পরিষদ ও পৌর ওয়ার্ডে পাঠানো হয়েছে। খসড়া তালিকার বিষয়ে কারো দাবী, আপত্তি ও সংশোধনের জন্য সংশ্লিষ্ট নির্বাচন/ইউএনও অফিসে ১৭ জানুয়ারীর মধ্যে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে এবং হালনাগাদকৃত চুড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ জানুয়ারী শনিবার প্রকাশ করা হবে।  এ দিকে হবিগঞ্জ জেলার ৮ উপজেলার প্রকাশিত সম্পূরক খসড়া ভোটার তালিকা থেকে জানা যায় হবিগঞ্জ জেলায় নূতন ভোটার ৭১৭৫৬ জন যুক্ত হচ্ছে। তন্মধ্যে বাহুবল উপজেলায় ৬০৫৫, নবীগঞ্জ ১২৭৯৯, বানিয়াচং ১৩৪০০, আজমিরীগঞ্জ ৩৯৬৩, হবিগঞ্জ সদর ৮৩৩৮, লাখাই ৪২৬৬, চুনারুঘাট ১১১৮৯, মাধবপুর ১১৭৪৩। ইতিপূর্বে হবিগঞ্জ জেলায় মোট ভোটার ছিল ১২ লাখ ৪৩ হাজার ৯শত ৫৪। তন্মধ্যে নবীগঞ্জ ২ লাখ ৭ হাজার ১শত ৯৮ জন, বাহুবল উপজেলায় ভোটার ছিল ১লাখ ১২হাজার ৭শত ৩০, বানিয়াচং ১ লাখ ৯৮ হাজার ৯ শত ৫৭ জন, আজমিরীগঞ্জ ৭০ হাজার ৫শত ৮৩, হবিগঞ্জ সদর ১ লাখ ৯৬ হাজার ৯ জন, লাখাই ৯০ হাজার ৭শত ৬৪, চুনারুঘাট ১লাখ ৮০ হাজার ৪শত ৫৮ জন, মাধবপুর ১ লাখ ৮৭ হাজার ২ শত ৫৫ জন। ফলে সম্পূরক খসড়া ভোটার যুক্ত হয়ে হবিগঞ্জ জেলায় ভোটার হবে ১৩ লাখ ১৫ হাজার ৭শত ১০জনের অধিক। ভোটার তালিকায় অন্তর্ভূক্তির বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রতিনিয়ত হালনাগাদ ভোটার তালিকাভূক্তির নির্দেশনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও কার্যকারিতা নেই। এ বিষয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রবাসী ও স্বদেশে দায়িত্ববান চাকুরিজীবিরা নিজ উপজেলায় যে কোন সময় এসে পাসপোর্ট ও নাগরিকত্ব সনদপত্র প্রদর্শনপূর্বক তাৎক্ষনিক ভোটার তালিকাভূক্ত হতে পারেন, সে লক্ষে নির্বাচন অফিসের সার্ভারে দক্ষ টেকনিশিয়ান নিয়োগের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com