সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

এমপি মজিদ খানের বিরুদ্ধে নীতিভ্রষ্টদের কুৎসা রটনার প্রতিবাদে খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভা ও অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বিকেলে বানিয়াচং ৮নং খাগাউড়া ইউপি আওয়ামীলীগের উদ্যোগে সর্বস্থরের নেতাকর্মীদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা সদরে বসবাসকারী জনগণ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী দ্বারা প্রত্যাখ্যাত কতিপয় নীতিভ্রষ্ট ব্যক্তিরা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিতবক্তব্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং ঐ সমস্ত বিতর্কিত নেতাকর্মীদেরকে ৮নং খাগাউড়া ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
খাগাউড়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডাঃ মোঃ আবু ছালেহ্, উপজেলা আওয়ামীলীগ সদস্য গোলাম আকবর চৌধুরী, সামছুল ইসলাম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেরুল হক নোমান, ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি দুলাল আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শওকত আরেফীন সেলিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক জমির আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা ছালিক আহমেদ, জেলা ছাত্রলীগ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শাফিউল হাসান শামীম, আওয়ামীলীগ নেতা মোঃ দুলা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ অদুদ তালুকদার, ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া মেম্বার, ১নং ওয়ার্ড সভাপতি সরাজ মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি দবির মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি ফজলু মিয়া, সাধারণ সম্পাদক মোছাব্বির মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, সামছুল ইসলাম, ছত্তার মিয়া, সৈয়দ মঞ্জুরুল হক ধীমান, সুজন তালুকদার, মাসুক আহমেদ, কাছন মিয়া, আঃ হাই, রাসেল চৌধুরী, খালেদ মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন- বানিয়াচং-আজমিরীগঞ্জ-এ বিগত ৩৮ বছরের যত উন্নয়ন হয়েছে তার চেয়ে অনেক বেশী উন্নয়ন হয়েছে বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল মজিদ খানের নেতৃত্বে। বিভিন্ন জনপ্রতিনিধিমূলক নির্বাচনে পরাজিত ব্যক্তিগণ এমপি আব্দুল মজিদ খানের নিকট থেকে অবৈধ আর্থিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে মজিদ খানের উন্নয়নমূলক কর্মকান্ডে ঈর্ষান্বিত। এই বিতর্কিত ব্যক্তিদের সাথে খাগাউড়া তৃণমূল আওয়ামী পরিবারের কোন নেতাকর্মীর সম্পর্ক নেই। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আওয়ামী পরিবারের সকলের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com