নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভোটের হাওয়ায় নবীগঞ্জে রাজনৈতিক মাঠে উত্তাপ হয়ে উঠেছে। বুধবার সকালে জে কে হাইস্কুল প্রাঙ্গনে পৌর বিএনপি কর্তৃক বিএনপি মনোনিত প্রার্থীর সমর্থনে পরামর্শ সভা ও গণসংযোগ। অপর দিকে সন্ধ্যায় সাবেক এমপি ও বিএনপির মনোনয়নে বঞ্চিত শেখ সুজাত মিয়ার সমর্থনে মনোনয়ন রিভিউ করার দাবীতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের শহরে মশাল মিছিল অনুষ্টিত হয়েছে।
গত বুধবার (১৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া। ওই দিন সকালে নবীগঞ্জ জে কে হাইস্কুল প্রাঙ্গনে বিভক্ত নবীগঞ্জ পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে এক বিশাল পরামর্শ সভার আয়োজন করেন। আহ্বায়ক ছালিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। দীর্ঘ ১৫ বছর ধেশের মানুষ এক স্বৈরশাসকের কবলে ছিল। মানুষ তাদের ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারেনি। জুলাই গণঅভুত্থানে সেই সুযোগ তৈরী হয়েছে। এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। অপর দিকে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সমর্থনে একই দিন সন্ধ্যায় মনোনয়ন রিভিউ করার দাবীতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মশাল মিছিল শহর প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা তৃণমুলের প্রাণ মাঠের নেতা শেখ সুজাত মিয়া’কে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।