ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই নবীগঞ্জ শহরে তাৎক্ষণিকভাবে ছাত্র-জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’ এবং ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পথসভায় বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সংগঠক। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সারাদেশে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল হক সাদিক, নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল আহমদ, সেক্রেটারি আব্দুল মান্নান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক এহসানুল হাদী রুম্মান, জাকারিয়া চৌধুরী, ছাত্রনেতা ইসলাম ইফতি, পারভেজ আহমদ ও মুফতি ফরহাদুল ইসলাম, মাহদী হাসান, সিরাজুল ইসলাম, ফারসু তালুকদার, শুয়েব আহমেদ, আল জামিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা শরীফ ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।