স্টাফ রিপোর্টার ॥ আজ মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তির স্বাদ পেয়েছিল জাতি। ত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ সামনে রেখে আগামী বছর হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার শুভ সূচনা হবে এমন আশা নিয়েই এবার উদ্যাপন হতে যাচ্ছে বিজয়ের বার্ষিকী। বিজয়ের এই দিবসে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গড়ে তোলার যে স্বপ্ন ছিল বিগত সময়ে নানা কারণে তা পুরো অর্জিত হয়নি। রাজনৈতিক হানাহানি, দুর্নীতি-দুর্বৃত্তায়নের কারণে মলিন হয়ে পড়েছিল বিজয়ের ক্যানভাস। ৫ই আগস্টের পর বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একগুচ্ছ সংস্কার পরিকল্পনা দিয়ে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। একইসঙ্গে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এবার অনেকটা নির্বাচনী আবহেই উদযাপন হবে বিজয় দিবস।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল উপজেলায় ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। জেলা ও উপজেলা প্রশাসন শিশুদের জন্য মুক্তিযুদ্ধের ওপর আবৃত্তি, প্রবন্ধ রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিবসটি উদ্যাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সকাল ৯টায় উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। এ ছাড়াও দেশের সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, শিশু উন্নয়ন কেন্দ্র, শিশু পরিবার এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।