স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে অপহৃত কিশোরীকে মাধবপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে মাধবপুরের পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, অষ্টগ্রাম থানার কাস্তল এলাকার ওই কিশোরীর সঙ্গে প্রধান আসামি রনি মিয়ার পূর্ব পরিচয় ছিল। সে বিভিন্ন সময় মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৫ আগস্ট রনি মেয়েটিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করে ঢাকার খিলেেত নিয়ে যায়। পরে ভিকটিম তার বাবাকে ফোনে জানায়, রনি ও তার সহযোগীরা তাকে মাধবপুরে এনে জোরপূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর ভিকটিমের পিতা অষ্টগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা প্রধান আসামি রনি মিয়া (২২)-কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সম হয়। গ্রেফতারকৃত রনি মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার পানিহাতা এলাকার খোর্শেদ আলমের ছেলে। অভিযান শেষে আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপরাধ দমন ও আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।