বানিয়াচং প্রতিনিধি ॥ জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপুর্তি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে উপজেলা পর্যায়ে গতকাল পুরষ্কার বিতরণ করা হয়। গতকাল ৮ ডিসেম্বর সোমবার বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নূরুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ৩টি, কলেজ পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। স্কুল পর্যায়ে ১ম হয়েছে রত্না হাইস্কুল এন্ড কলেজ ও কলেজ পর্যায়ে ১ম হয়েছে শচীন্দ্র ডিগ্রী কলেজ।