ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে বিস্তার নিয়েছে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার শোডাউন, তাঁর আবেগঘন বক্তব্য এবং পরবর্তী সময়ে ড. রেজা কিবরিয়া ও শেখ সুজাতের পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস, সব মিলিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
সোমবার বিকেলে নবীগঞ্জ শহরজুড়ে বিশাল শোডাউন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়ার আয়োজন করেন শেখ সুজাত মিয়া।
উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। শোডাউন শেষে নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক এমপি শেখ সুজাত মিয়া আবেগজড়িত ভাষণ দেন। তিনি বলেন, “দেশনেত্রী অসুস্থ, এই সময়ে কার পরামর্শে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দেওয়া হলো ? এটি সঠিক হয়নি, অন্যায় হয়েছে। ভারতের দালালদের পরামর্শে রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি বলেন- “যুক্তরাজ্যে কষ্টার্জিত অর্থ পরিবারকে না দিয়ে ৪০ বছর নবীগঞ্জ-বাহুবলের মানুষের কল্যাণে ব্যয় করেছি। দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। দলীয় সিদ্ধান্ত নিয়ে আমার অভিযোগ নেই, তবে আবেদন মনোনয়নটা পুনর্বিবেচনা করুন।”
তিনি আরও অভিযোগ করেন, শাহ এএমএস কিবরিয়ার মৃত্যুর পর জানাযায় অংশ নেওয়ার সুযোগ পর্যন্ত তাঁকে দেননি রেজা কিবরিয়া। ২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়াকে জায়গা দিতে মনোনয়ন পেয়েও তিনি তা প্রত্যাহার করেছিলেন বলেও উল্লেখ করেন সুজাত। তাঁর দাবি, “গত ৭ বছরে রেজা কিবরিয়া এলাকায় আসেননি।”
পরবর্তীতে তিনি কান্নাজড়িত কণ্ঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন।
সোমবার শেখ সুজাতের বক্তব্যের পর মঙ্গলবার বিকেলে নিজ ফেসবুক পেইজে প্রতিক্রিয়া জানান বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। স্ট্যাটাসে তিনি লেখেন, “শেখ সুজাত সাহেব দাবি করেন তিনি ৪০ বছর ধরে আদর্শে অনুগত। কিন্তু মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিদেশি ‘প্রেসক্রিপশন’ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করে দলকেই অসম্মানিত করছেন।”
রেজা কিবরিয়ার অভিযোগ, দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিও প্রকাশ্যে অসম্মান দেখিয়েছেন সুজাত মিয়া।
তিনি আরও লেখেন, “উনার মনে রাখা উচিত উনি এই দলেরই একজন ছিলেন, এবং এখনও আছেন। নমিনেশন না পেলে অনেকের কাছে আঙ্গুর ফল টক লাগে।”
মঙ্গলবার রাতেই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পাল্টা স্ট্যাটাস দেন শেখ সুজাত মিয়া। স্ট্যাটাসে তিনি লিখেন, “আমি একজন ক্ষুদ্র কর্মী এবং আপনাদের সন্তান। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবেই ব্যথিত হয়েছি। দেশের বহু স্থানে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রতিবাদ করেছেন, আমিও নমিনেশন রিভিউয়ের আবেদন করেছি।” ড. রেজা কিবরিয়ার ‘আঙ্গুর ফল টক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন প্রার্থী, শিক্ষিত ও দায়িত্বশীল মানুষের কাছ থেকে এমন মন্তব্য শোভনীয় নয়, বিশেষ করে আমার মতো একজন বয়োজ্যেষ্ঠ কর্মীকে উদ্দেশ্য করে।”
তিনি নিজের ত্যাগ, এলাকার মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, সংগঠনের প্রতি আনুগত্য এবং তৃণমূলের সমর্থনের কথা উল্লেখ করে লিখেন, “এই অঞ্চলের মানুষ জানে আলহাজ্ব শেখ সুজাত কে। জনগণই আমার শক্তি। আমৃত্যু নবীগঞ্জ-বাহুবলের মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো।”
দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য ও স্ট্যাটাস এখন নবীগঞ্জ-বাহুবল রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয়। তৃণমূল বিএনপির বড় একটি অংশ সুজাতের পক্ষে মাঠে অবস্থান নিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে সদ্য বিএনপিতে যোগ দেয়া রেজা কিবরিয়া মনোনীত হওয়ায় উভয় পক্ষের টানাপোড়েন বাড়ছে।
স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, এই বিরোধ দ্রুত না থামলে নির্বাচনের আগে বিএনপি বড় ধরনের বিভক্তির মুখে পড়তে পারে।
হবিগঞ্জ-১ আসনের রাজনীতি এখন উত্তাল, সুজাতের আবেগ, রেজা কিবরিয়ার প্রতিক্রিয়া, দুই পক্ষের অবস্থান ও সমর্থকদের সক্রিয়তা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে।