প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে অনুষ্ঠিত হলো জায়ান এন্ড হামজা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর এ লড়াইয়ে টাউন ক্লাব ৩-১ গোলে প্রতিপক্ষ আরিফ একাডেমীকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতিআক্রমণে খেলাকে জমিয়ে তোলে। প্রথমার্ধেই দুইটি এবং দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা এগিয়ে যায় ৩-১ তে। দ্বিতীয়ার্ধে আরিফ একাডেমী প্রতিপক্ষের দেয়া একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের লিড ধরে রেখে টাউন ক্লাব বিজয়ের মুকুট পরে। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠজুড়ে ছিল স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ঢল। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক। উক্ত টুর্নামেন্টে মোট ৬৪টি দল অংশ নেয়। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পূর্ব আদমখানী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। পুরানবাগ ছান্দের সর্দার বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ভারপ্রাপ্ত ইউপি চেয়াম্যান শেখ তখলিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল, সাংবাদিক শেখ জোবায়ের জসিম, হাবিবুর বাশার সুয়েম প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ ও আয়োজক কমিটি। আয়োজন সফল হওয়ায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
আয়োজক কমিটি জানায়, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।