স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে চুরি যাওয়া গরুসহ ২ চোরকে আটক করেছে জনতা। শনিবার রাত ৮ টার দিকে এলাকাবাসী চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করেন। জানা যায় সোনাজোরা গ্রামের মৃত মইন উল্লার ছেলে ইনুছ মিয়ার গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার রাতে দুইটি গরু চুরি হয়। আটক চোরেরা হচ্ছে, রানীগাও ইউনিয়নের হাখাজুড়া গ্রামের আব্দুল হকের ছেলে সানু মিয়া, একই গ্রামের ফঠিক মিয়ার ছেলে আরজু মিয়া। স্থানীয় জনতা গরুর সাথে সানু মিয়াকে আটক করেছে।