বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত ॥ ১৪৪ ধারা জারী হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তাপ শেখ সুজাতের শোডাউন, রেজা কিবরিয়ার স্ট্যাটাস, রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে-জিকে গউছ মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের প্রাণহানী ॥ বন্ধু আহত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ হবিগঞ্জ-লাখাই সড়কে ওভারটেক করতে গিয়ে চান্দের গাড়ি থেকে পড়ে এক বৃদ্ধ যাত্রী নিহত মাধবপুরে বিএনপির প্রার্থী এস এম ফয়সলের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন মাধবপুর থেকে অপহৃতা কিশোরী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার লাখাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৩০

লাখাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার টাউনশিপ এলাকার সড়কে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিবপুরের জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া এবং স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।
চলতি অর্থবছরে বিলটির লিজ নেন স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির রূপম পক্ষ। এ লিজের বিপরীতে শিবপুরের জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নেয়। এরপর থেকে দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। উভয় পক্ষই বিল দখলে মরিয়া হয়ে উঠে। এর জের ধরে গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত লাখাইয়ের টাউনশিপ এলাকায় দুই পক্ষ সড়ক দখলে নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র বিশ্বাস বলেন, খাঞ্জা বিল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com