বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত ॥ ১৪৪ ধারা জারী হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তাপ শেখ সুজাতের শোডাউন, রেজা কিবরিয়ার স্ট্যাটাস, রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে-জিকে গউছ মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের প্রাণহানী ॥ বন্ধু আহত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ হবিগঞ্জ-লাখাই সড়কে ওভারটেক করতে গিয়ে চান্দের গাড়ি থেকে পড়ে এক বৃদ্ধ যাত্রী নিহত মাধবপুরে বিএনপির প্রার্থী এস এম ফয়সলের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন মাধবপুর থেকে অপহৃতা কিশোরী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার লাখাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৩০

মাধবপুরে বিএনপির প্রার্থী এস এম ফয়সলের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হবিগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে মাধবপুর পৌরশহরে দিনভর উৎসব মুখর পরিবেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ, প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে পৌর শহরের বাজার সহবিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির সদস্য ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আালাউদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, ফারুক রানা, শেখ জহিরুল ইসলাম, মাহবুব খাঁন, যুবদলের যুগ্ম আহবায়ক জসিম শিকদার, মাসুক মিয়াসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চালাতে গিয়ে সৈয়দ মোঃ শাহজাহান বলেন,“বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ আজ প্রতীক নয়—এটি পরিবর্তনের অঙ্গীকার। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। মাধবপুর-চুনারুঘাট উপজেলা একটি আধুনিক, সুশাসিত ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করা প্রয়োজন। উন্নয়ন, সেবা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।” আপনাদের ভোটে সৈয়দ মোঁ,ফয়সল এমপি নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে মাধবপুরর-চুনারুঘাটে উপজেলা হবে সবার বসবাসযোগ্য শান্তি, সমৃদ্ধি ও সম্পীতির জনপদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com